পাতা:ইতিহাস-সার.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। ჯ«ჯNo সলোমান চল্লিশ বৎসর রাজত্ব করিলেন । র্তাহার পরলোক গমনের পর রিহোযুথ নামে তাহার পুত্র রাজা হইলেন । র্তাহার রাজারম্ভের কিছুকাল পরে দ্বাদশ গোষ্ঠী য়িহুদীর মধ্যে দশ গোষ্ঠী উাহার বিপক্ষ হইয়া জেরোভূম নামে আর এক জনকে রাজা করিল । ইহাতে দুই রাজধানী হইল। এক রাজধানীর নাম ইজরেলের রাজধানী, অপর রাজধানীর নাম যুড়া । এই প্রকারে সাল অবধি রিহোযুথ পর্যন্ত হিব্রুরাজ্য ১২০ বৎসর অর্থাৎ খৃষ্টাব্দের ৯৭১ অবধি ১০৯১ বৎসর পর্য্যন্ত স্থায়ী ছিল । তৃতীয় প্রকরণ –য়িহুদী জাতি। উক্ত দুই হিব্রুরাজ্যের মধ্যে ইজরেলদিগের রাজ্য বৃহৎ ছিল বটে, কিন্তু তাহ কেবল দুই শত পঞ্চাশ বৎসর স্থায়ী থাকে । এই রাজ্যের রাজার অতি দুষ্টস্বতাৰ এবং পৌত্তলিক ছিলেন । প্রজারাও রাজদিগের দেখাদেখি ভ্রষ্ট পথ আশ্রয় করিল, তাহাতে পরমেশ্বর কুপিত হইলেন। সুতরাং আশীরিয়ার রাজা শালমানন্তর ঐ দেশ জয় করিয়া দ্বাদশ গোষ্ঠী য়িহুদীদিগকে বন্দীবেশে লইয়া গেলেন । যুড় রাজধানী খৃষ্টাব্দের ৫৮৪ বৎসর অর্থাৎ ইজ