পাতা:ইতিহাস-সার.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉や)。 ইতিহাস-সার । রেল রাজ্যের পতনের ১৩৫ বৎসর পর পর্য্যন্ত বর্ত্তমান ছিল । এই রাজ্যে যে সকল রাজা হইয়াছিলেন তাহাদিগের মধ্যে অনেকে অতি সত্য ও ধর্ম্ম পরায়ণ ছিলেন, তাঁহাতে পরমেশ্বর তাহাদিগের প্রতি সদয় ছিলেন—আশীরিয়া ও মিশর দেশীয় রাজা তাহা দিগকে আক্রমণ করিতে পারে নাই । পরে যখন উাহার পৌত্তলিক ধর্ম্ম অবলম্বন করিলেন তখন পরমেশ্বর তা হাদিগের প্রতি বক্র হইলেন । অতএব খৃষ্টাব্দের ৬০০ বৎসর পূর্ব্বে বেবীলন দেশের রাজ নবকদিনেশ্বর যুড়া দেশ আক্রমণ করিয়া তত্রস্থ রাজ। যিহোএকিমকে করদ করিলেন । তদবধি অষ্টাদশ বৎসর এই দেশের রাজার বেবীলনের রাজাকে কর দান করিলেন । খৃষ্টাব্দের ৫৮৬ বৎসর পুর্ব্বে জেদেকিয়া নামে য়িহুদীদিগের শেষ রাজা নবকদিনেশ্বরের প্রতিকূলে অন্ত্র ধারণ করিলেন। তাহাতে নবকাদনেশ্বর জারূশালম আক্রমণ পুর্ব্বক, ৫৮৪ অব্দে, এই দেশ অধিকার করিয়া সলোমানের নির্ম্মিত দেব-মন্দির নষ্ট করিলেন । এবং ভদেশীয় অনেক লোককে ইউফে - ত্তিশ পারে লইয়া গেলেন । এই ঘটনার পর সত্তর বৎসর অবধি য়িহুদীর বেবীলনের রাজার বন্দীশ্বরূপ থাকিল । তাহার পর সাইরস নামে পারস রাজা বেবীলন রাজ্য ধ্বংস