পাতা:ইতিহাস-সার.djvu/১৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Ф. е. ইতিহাস-সার। তাহারা সিরীয়া, ঘুড়িয়া, আসিয়া মাইনর, পারসস্থান ও মিশর প্রভূতি অনেক দেশ জয় করিল, এবং তিগ্রীশ নদীর তটে বোগদাদের রাজধানী করল । মহম্মদের মৃত্যুর পর আলী নামে উাহার এক জামাত রাজা হইবার আকাঙ্ক্ষা করেন । মহম্মদের ৰনিত আইস: ডাহার উত্তরাধিকারিত্বের প্রতিবন্ধকতাচরণ পুর্ব্বক বহু সৈন্য লইয়া উহার সহিত যুদ্ধার্থ অগ্রসর হইলেন । যুদ্ধকালে তিনি উই পৃষ্ঠে শিবিকাতে উপবেশন করিতেন, এক জন সেন। উষ্টের রজু ধরিয়া থাঙ্কিত । সুতরাং সেই সেনাই অগ্রে মারা পড়িত । কথিত আছে সত্তর জন লেন এই প্রকার একে একে যুদ্ধে মারা যায় । সুতরাং আইস রভঞ্চার্য্য হইতে পারিলেন ল। অী সময় জয় করিয়া মহম্মদের বিজিত সৰল স্থানের সর্বময় কর্ড: হইলেন, কিন্তু তিনি বহুকাল রাক্ষ্য ভোগ করিতে পারিলেন না। তিন বৎসর পরে তিনি হত হইলেন ; উাহার পুত্র হোসনও কিছুকাল পরে ইউস্কৃেতিশ নদীর তটে কীরন্ধাঙ্গার প্রান্তরে কাটা পড়িলেন । সরাসনদিগের রাজ্য গুণয় ৬২০ বৎসর স্থায়ী ছিল । তাহাদিগের দোর্দণ্ড প্রতাপ পৃথিৰী কম্পন্বিত হইয়াছিল । স্নাৱৰীয় রাজtদ্বিগের মধ্যে হারূণঅলরশীদ অতি শী ছিলেন । ৰে সময়ে সরলমেন