পাতা:ইতিহাস-সার.djvu/১৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । Y ዳ ው ছেদন করিয়া তাহীদের শব নদীর জলে ভাসা ইয়া দাও । সলীমান নামে সলীমের পুত্র মঞ্চল সম্রাট অপেক্ষা বীর ছিলেন, তিনি ১৫২৯ অব্দে রাজা হইয়া, ১৫২২ অব্দে, সেন্টজানের যোদ্ধ কুলীমদিগকে পরাজয় করিয়া রোড অধিকার করেন । তৎপরে ১৫২৯ অব্দে দুইলক্ষ সেন। সহকারে হজরী জয় করিয়া বায়েন বেষ্টন করেন । কিন্তু ত্রিশ দিবস বেষ্টনের পর তন্নগরস্থ লোকের উাহাকে দূরীভূত করে, তাহাতে তিনি বায়েন অধিকার করিতে পারেন না । সলীমানের রাজত্বের পর অবধি অটমান রাজ্য নিতান্ত হীনবল হইয়াছে, এইক্ষণে ঐ রাজ্যের अबङ्! বড় ভাল নহে। রুষের পুনঃ পুনঃ তুৰ্কদিগকে পরাজয় করিয়। ইউরোপখণ্ডে তুর্ক দেশের অধিকাংশ জয় করিয়াছে। এবং গ্রীশদেশীয়েরা তুর্কদিগের কর্তৃত্ব ত্যাগ করিয়াছে। ১৮৭৮ অব্দে দ্বিতীয় মহম্মদ রাজা হইয়া ছিলেন । তিনি জ্ঞানবান ছিলেন, এবং ইউরোপের উত্তম উত্তম রীতি ইত্যাদি আপন রাজ্যে প্রচলিত করিবার চেষ্টা করেন । তিনি ১৮৩৯ অব্দে পরলোক গমঞ্চ করিলে উছার পুত্র জাদুল মণীদ রাজত্ব প্রাপ্ত হইয়াছেন।