পাতা:ইতিহাস-সার.djvu/১৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» ና ይ ইতিহাস-সার। পারস রাজ্য । এই গ্রন্থের প্রথম ভাগে লিখা গিয়াছে, খৃষ্টাব্দের ৩৩০ বৎসর পূর্ব্বে সিকন্দর সাহ পারস রাজ্য জয় করেন । উrহার মৃত্যুর পর তাহার সেনাপতিগণ উাহার সমুদায় রাজ্য বিভাগ করিয়া লইলে, পারস দেশ সিলুকশের অংশে পড়িয়াছিল । তাহার পর ঐ রাজ্য ৮৪ বৎসরের কিঞ্চিৎ অধিক কাল স্থায়ী থাকে । এইক্ষণে যেস্থানকে তুর্কস্থান বলা যায়, পার্থিয়ান নামে এক জাতি পূর্ব্বে তথায় বাস করিত । তাহার সমরুদক্ষ ও অশ্বারোহণে অতি তৎপর ছিল । খৃষ্টাব্দের ২৫৭ বৎসর পুর্ব্বে আসেসিস, নামে তজ্জাতীয় এক প্রধান পারস রাজ্য আক্রমণ করেন । তৎপরে র্তাহার বংশীয়েরা ঐ রাজ্যের সর্বময় কর্ত্ত হইয় চারিশক্ত আশি বৎসর রাজ্য ভোগ করে । তদনন্তর খুষ্টের জন্মের ২৩০ বৎসর পরে আদেশ্বর স্ব আর্ত্তঞ্জজিস নামে এক জন ধনবন্ত পারসী রাজ-প্রতিকুলাচারী হইয়। পার্থিয়াম জাতীয় শেষ রাজাকে যুদ্ধে পরাজিত ও হত করিয়া সমানিদি রাজ্য স্থাপন করেন । ওঁহিীর পুত্র সাহপর গাডিঞ্জান নামে রোমান সম্রাটকে পরাজয় করিয়া রণবাদী