পাতা:ইতিহাস-সার.djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । » ꬃ ጳ করেন । কিন্তু নৌসেরওয়া নামে এই বংশীয় এক রাজা অত্যন্ত খ্যাত্যাপল্প হইয়াছিলেন, তিনি ৫৩১ অব্দে রাজ্যারম্ভ করেন । তিনি জ্ঞানবান এবং অতি সদ্বিচারক ও পরোপকারী ছিলেন । পারসদেশীয় লোকেরা অদ্যাপি তাহার গৌরব করিয়া থাকে । নোসেরওয়ার রাজত্বের পর পারস রাজ্য ক্রমে হ্রাস দশা প্রাপ্ত হইতে থাকে । অনস্তর ৬০২ অব্দে মুসলমান ধর্ম্মাবলম্বী আরবেরা এই রাজ্য আক্রমণ করাতে মাহুবিন্দ স্থানে একটা ঘোরতর যুদ্ধ হয়, তাহাজে পারসরাজ পরাজিত হন এবং তাহার এক লক্ষ সেন नके इग्न । তদবধি পারস রাজা আরবীয় সম্রাজ্য ভূক্ত হইয়া ছয় শত বৎসর তাহাদিগের করস্থ ছিল । তাহtৱ পর তাহা তুর্কস্থানের অধীন হয় । তুর্করাজ্যের হ্রাসাৰস্থায় ছলাকু নামে তাতার দেশীয় খ্যাতাপন্ন জঙ্গিস খায়ের পৌত্র পারস দেশ জয় করিয়া ৰোগদাদ অধিকার করেন। তাছার কিছুকাল পরে তৈমুরলঙ্গ নামে আর এক মছ ৰোদ্ধা জন্মগ্রহণ করেন । তিঞ্জি কেবল যুদ্ধ ও নরহত্যায় কালযাপন করিয়া ছিলেন । য়ণ জয় হইলেই তিনি সেনাগণকে আজ্ঞা দিতেন, দেশের সমস্ত প্রজাকে সংহার করিয়া নরমুণ্ডের ঢেরি করণ পারল ও তুর্ক রাজ্য জয় কর্ণানন্তর তিৰি