পাতা:ইতিহাস-সার.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 হাতহাস-সায়.। সম্পূর্ণরূপে পরাভূত হইল । তদবধি পারসীদিগের সহিত গ্রীকদিগের ঘোরতর যুদ্ধ চলিতে লাগিল । দরায়ুসের মৃত্যুর পর তৎপুত্র’জর্জিস ঐ যুদ্ধ চালাইতে লাগিলেন । তিনি অসঙ্খ্য সৈন্য লইয়া গ্রীশদেশ আক্রমণ করিলেন, কিন্তু ভঁাহার সঙ্গে যে সকল রণতরি গিয়াছিল গ্রীশের তাহ নষ্ট করিয়া দিল এবং উtহার স্থলপথগামী সেনাগণ রূতকার্য্য হইল না, ੋਣ তিনি স্বদেশে ফিরিয়া গেলেন । তাহার কিছুকাল পরে ডাহার অপমৃত্যু হইল । জর্জিসের মৃত্যুর পর তৎপুত্র আর্ন্তজর্জিস গ্রীকৃদিগের সহিত যুদ্ধ না করিয়া সন্ধি-বন্ধন করিলেন, তাহতে সমরানল শীতল হইল। আর্ত্তঞ্জর্জিসের পর র্যাহার। arজ হইয়াছিলেন র্তাহার হীনবীর্য্য, নিয়ত অন্তঃপুরে থাকিয় ইন্দ্রিয় সেবাতে মত্ত থাকিতেন, কোন চিরস্মরণীয় কর্ম্ম করেন নাই । পারস দেশের শেষ রাজা দরায়ুস কদমানস নামে খ্যাত হইয়াছিলেন, তিনি যে বৎসর রাজত্ব প্রাপ্ত হন তাহার পর বৎসরে (খৃষ্টের ৩৩৪ বৎসর পুর্ব্বে) মাসি দলের রাজা সিকদর আসিয়া মাইনর আক্রমণ করিয়া উহাকে দুইবার যুদ্ধে পরাস্ত করেন । দরায়ুস পরাস্ত হইয়। অলক্ষনন্দ নদীর তীরে ধত্ত্বিয়াভিমুখে পলায়ন করেন । কিন্তু তথায় উপনীত না