পাতা:ইতিহাস-সার.djvu/১৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। . ᎼᏓ← Ꮌ খণ্ডে রাজ্য স্থাপন করেন । পুরুর সন্তানের হস্তিনাতে রাজত্ব করিতেন । এই বংশীয় বিচিত্রৰীর্য্যের দুই পুত্র ছিলেন, ধৃতরাষ্ট, ও পাণ্ড । ইহার কুরু পাণ্ডৰ নামে খ্যাত। পাণ্ডুপুত্র যুধিষ্ঠির অত্যন্ত যশস্বী হইয়াছিলেন, তাহতে দুর্যোধনাদি কুরুবংশীয়ের মন্ত্রণা করিয়া উহাকে দ্যুত ক্রীড়াতে প্রৱর্ত্ত করিলেন। যুধিষ্ঠির পাশা খেলায় হারিয়া ত্রয়োদশ বৎসর বন প্রবাস করিলেন। তৎপরে দুর্য্যোধনের স্থানে রাজ্য যাচঞ করিলেন । দুর্য্যোধন রাজ্য প্রত্যৰ্পণ করিলেন না, সুতরাং ঘোরতর যুদ্ধারম্ভ হইল। এই যুদ্ধে ক্ষত্রিয়বংশীয় সকল রাজা নিযুক্ত হইলেন । অষ্টাদশ দিবস ঘোরতর সংগ্রাম হইল। যুধিষ্ঠির দুর্য্যোধনকে বধ করিয়া রণজয়ী হইলেন । এই যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ বলিয়া খ্যাত, এবং ভবিরণ মহাভারতে বিস্তারিত রূপে লিখিত श्हेग्नtcझ् । যুদ্ধ জয়ের পর যুধিষ্ঠির পঞ্চ ভ্রাতা ও ভার্য্যা সমভির্যাহারে হিমালয়ে যাত্রা করিলেন, তথা হইতে আর ফিরিলেন না। কথিত আছে তিনি সশরীরে স্বৰ্গারোহণ করেন। טא מי