পাতা:ইতিহাস-সার.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ ইতিহাস-সার । দ্বিতীয় প্রকরণ—প্রাচীন ইতিহাস। তদবধি হস্তিনার রাজাদিগের তাদৃক ক্ষমতা ছিল না । মগধ রাজ্য ক্রমে প্রবল হইয়। উঠিল । এক্ষণে যাহাকে বেহার বলা যায়, পুর্ব্বে তাহাকে মগধ বলা যাইত। পাটলিপুত্র এই রাজ্যের রাজধানী ছিল । সম্প্রতি যে স্থানে পাটনা জিলা, ঐ নগর তন্নিকটে ছিল ইহা নিশ্চিত হইয়াছে । বহুকালাবধি এই স্থানে চন্দ্রবংশীয় ক্ষত্রিয় রাজার রাজ্য করতেন । ংরাজী গ্রন্থকারের লিখেন, খৃষ্টাব্দের ৬৭ শত বৎসর পূর্ব্বে উত্তর পশ্চিম হইতে আর এক জাতীয় মনুষ্য হিন্দুস্থান জয় করিয়া মগধে রাজ্য স্থাপন করেন । ইহার নাগবংশীয় এবং তাহাদিগের রাজার নাম শেষনাগ । এ কথার মূল এই বোধ হয়, চন্দ্রবংশীয় অজাত-শক্র রাজার রাজত্বকালে শাক্যসিংহ কর্তৃক ৰৌদ্ধধর্ম্মের সৃষ্টি হয় । অজাতশক্রর পর আর চারি জন চন্দ্রবংশীয় রাজা হইয়াছিলেন । তদনন্তর মন্দ নামে এক রাজা হন, তিনি শূদ্রাণীর গর্ত্তে জন্মগ্রহণ করেন, এবং বৌদ্ধমত অবলম্বন করিয়াছিলেন। বৌদ্ধমতাবলম্বীfদগকে তৎকালে নাগ বা তক্ষক বলা যাইত, অতএ, নন্দকে নাগবংশীয় ৰলিয়া বর্ণন করিয়াছে।