পাতা:ইতিহাস-সার.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । >br Q যে সময়ে প্রমারবংশীয় রাজার উজ্জয়িনী নগরে রাজত্ব করেন, সেই সময় অন্ধগোষ্ঠীয় রাজার মগধ রাজত্ব করিতেন। শূদ্রক তাহদের আদি পুরুষ, ভিনি কর্ণদেব বা মহাকর্ণ নামে খ্যাত ছিলেন । উাহার মৃত্যুর পর যে ছয় জন রাজা হন, তাহারাও কর্ণ নামে খ্যাত হইয়াছিলেন । ভারতবর্ষে ইহাদিগের নাম চিরস্মরণীয় হইয়াছে। র্তাহার। অত্যন্ত পরাক্রমশালী ছিলেন । প্রমার ও অন্ধ গোষ্ঠীয় রাজাদিগের রাজ্যবসানের পর ভারতবর্ষে অত্যন্ত গোলযোগ উপস্থিত হইয়াছিল, এমন বোধ হয় । কেন ন! তখন মুসলমানের এই দেশ আক্রমণ করিলে তাহাদিগের সহিত যুদ্ধ করে এমন মনুষ্য ছিল না । সুতরাং তাহারা অনায়ামে এই দেশ অধিকার করিল । তৃতীয় প্রকরণ । মুসলমানদিগের রাজত্ব । ইতিপূৰ্বে আরব ও তুর্ক সাম্রাজ্যের বৃত্তান্ত লেখা গিয়াছে। ঐ জাতীয়ের মধ্যেই ভারতবর্ষ আক্রমপ করিত, পরে ওয়"লীদ নামে আরবদেশীয় রাজার রাজত্বকালে, ৭৪৫ খৃষ্টাব্দে, র্তাহার সেনাপত্তির পুর্ব্বাপেক্ষা অধিক সমারোহপূর্বক এই রাজ্যে আসিয়া সিন্ধু ও পঞ্জাব অধিকার করিয়া গঙ্গা পর্য্যন্ত গমন