পাতা:ইতিহাস-সার.djvu/১৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৬ ইতিহাস-সার। করিল। তদনন্তর তাহারা তিন শত বৎসর অনান্য দেশে যুদ্ধে আবদ্ধ থাকিয়া ভারতবর্ষে আসিতে পারে নাই । অনস্তুর গজনীর অধিপতি সবক্তগীর পুত্র মহম্মদ, ১ • • ১ অবধি ১০২৪ খৃষ্টাব্দ পর্য্যন্ত দ্বাদশবর এই দেশে আগমন করিয়া, ত্রাণেশ্বর মিরট মধুরী কানাকুবুজ প্রভৃতি অনেক স্থান লুঠ করেন। শেষ যাত্রীয় তিনি সোমনাথের মন্দির লক্ষ্য করিয়া গুজ. রাটে গমন করেন । তৎকালে ভারতবর্ষে যত তীর্থ স্থান ছিল, সোমনাথের তুল্য আর ধনাঢ্য স্থান ছিলনা । অতি ঘোরতর যুদ্ধের পর তিনি ঐ স্থান জয় করিয়া সোমনাথের মূর্ত্তি নষ্ট করিলেন । ১১৮৯ খৃষ্টাব্দে মহম্মদ গোরী নামে আর এক জন বিখ্যাত মুসলমান যোদ্ধা ভারতবর্ষে আগমন করেন । ঐ সময়ে পৃথ্বীরাজ দিল্লীর রাজা ছিলেন। প্রথম যুদ্ধে তিনি মহম্মুদকে পরাস্ত করলেন । কিন্তু দ্বিতীয় যুদ্ধে আপনি পরাজিত ও রণবন্দী হইলেন। এই সৎiম জয়ের পর মহম্মুদ কানাকুজে গমন করিয়া রাজ জয়চন্দ্রকে পরাস্ত করিলেন । তৎপরে বারাণস লুঠ করিলেন। পর বৎসর ডাহার সেনাপতি কুতবুদ্দীন গুজরাট জয় করিলেন । এই প্রকারে ভারতবর্ষের অনেক স্থান মুসলমানদিগের অধিকার ভূক্ত হইল । মহম্মুদের মৃত্যুর পর কুতবুদ্দীন দিল্লীতে রাজধানী