পাতা:ইতিহাস-সার.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । Ꮌ Ꮏ~ Ꮈ করিলেন । অতএব মুসলমানদিগের মধ্যে তিনি ভারতবর্যের প্রথম রাজা তিনি রাজ্যারম্ভ করিয়া ১১৯৯ অব্দে, বক্তার খিলজী নামে এক মুসলমানকে বেহারে পাঠাইলেন । বক্তার খিলজী বেহার জয় করিলেন । তৎপরে বঙ্গদেশ লইবার উদ্যোগ হইভে লাগিল । ঐ সময়ে বৈদ্যগোষ্ঠীয় লক্ষণসেন ৰঙ্গদেশের ৰাজা ছিলেন । নবদ্বীপে র্তাহার রাজপাঠ ছিল । বক্তার খিলজী নবদ্বীপ প্রবেশ করিবামাত্র লক্ষণুসেন তরী আরোহণ করিয়া পুরুষোত্তমে পলায়ন করিলেন । তাহাতে মুসলমানের বঙ্গদেশ অধিকার করিল। কুতবুদীনের পর যে সকল মুসলমান রাজা হইয়াছিলেন তন্মধ্যে আলত মাস ও বালীন অতি খ্যাভ্যাপন্ন ছিলেন । আলতমাস গোয়ালিয়র ও উজ্জয়িনী জয় করেন । এবং শেষোক্ত স্থানে বিক্রমাদিত্যনির্ম্মিত মহাকালের মন্দির বিনাশ করেন । বালীন রাজা অতি জ্ঞানী ছিলেন, এবং অনেকে উাহার বিচারের প্রশংসা করিয়া থাকেন । তিনি যোগ্য ব্যতীত অযোগ্যকে রাজ্যের প্রধান কর্ম্ম দিতেন ন । র্তাহার রাজত্বকালে দিল্লীনগরে নানা প্রকার বিদ্যালোচনা হইত । ৰালীনের মৃত্যুর পর ডাহার পৌত্র কৈকোৰাদ দিল্লীর সিংহাসন আরোহণ করেন । কৈকোবাদ