পাতা:ইতিহাস-সার.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> brᎿᏉ ইতিহাস-সার। নিরস্তর ইন্দ্রিয় সেবাতে নিযুক্ত থাকিতেন, তাহাতে খিলজীদিগের প্রধান জলালউদ্দীন উাহাকে বধ করিয়া আপনি রাজ্যগ্রহণ করেন । চতুর্থ প্রকরণ। মুসলমানদিগের রাজত্ব। যখন জলালুদ্দীন সিংহাসন আরোহণ করিলেন, তখন উtহার অধিক বয়ঃক্রম হইয়াছিল, অতএব তিনি অধিককাল রাজত্ব করিতে পারিলেন না । কিন্তু তিনি যেমন এক জনকে সংস্থার করিয়ী রাজ্যাপিকার করিয়|ছিলেন, ডাহার ভ্রাতুষ্প ত্র আলাউদ্দীন সেই প্রকার র্তাহাকে বধ করিয়া রাজ্যাধিকার করিলেন । আলাউদ্দীন রাজা হুইয়1. প্রথমতঃ দক্ষিণ রাজ্যে গমন কৱিলেন । ইহার পুর্ব্বে আর কোন মুসলমান রাজ; ঐ অঞ্চলে গমন করেন নাই । তিনি তথায় যাইয়া দেবগড়ের রাজ রামদেবকে পরাস্ত করিলেন । দেবগড় জয়ের পর তিনি গুজরাট ও সৌরাষ্ট্র জয় করেন । - ১৩০৩ খৃষ্টাব্দে তিনি রাজপুতানাতে মিবারেব রাজাদিগের রাজধানী চিতোর তাজমণ করেন । এই যুদ্ধে তিনি প্রথমবার পরাস্ত হইলেন, বারান্তরে তিনি এমন ভাবে ঐ দুর্গ বেষ্টন করিলেন যে রাজপুতদিগের