পাতা:ইতিহাস-সার.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। > 冷 S নগর লুণ্ঠন ও নরহত্য করল । নগর প্রায় মনুষ্যশূন্য হইল । তদনন্তর তৈমুরলঙ্গ স্বদেশে প্রস্থান করিলেন । র্তাহার গমনের পর ভারতবর্ষে গোলযোগ উপস্থিত হইল । কে রাজ কে প্রজ, তাহার কিছুমাত্র প্রভেদ রহিল না, যাহার যাহা ইচ্ছ। সে তাহ। করিতে লাগিল । পঞ্চম প্রকরণ । মুসলমানদিগের রাজত্ব । তৈমুরলঙ্গের প্রত্যাগমনের পর সৈয়দ গোষ্ঠীয় ৰাজার দিল্লীতে রাজত্ব আরম্ভ করিলেন । কিন্তু নগরের মধ্যেই উহার কর্ম্ম কার্য্য করিতেন, নগরের বাহিরে উiহাদের অধিপত্য ছিল না । এই রাজার ১৪১৪ অবধি ১৪৫ • অন্স পর্য্যন্ত কেবল ছত্রিশ বৎসর রাজত্ব করেন । তাহার পর ৰিলোলী লোদী নামে এক পাঠান, ১৪৫ • অব্দে, রাজ-বিদ্রোহাচরণ করিয়া দিল্লীর রাজা হন । তদ্বংশীয় তিন জন রাজা সর্ব্বশুদ্ধ ৭৬ বৎসর রাজত্ব করেন । তন্মধ্যে বিলোলী লোদী ও তদুত্তরাধিকারী সিকন্দর লোদী ক্ষমতাৰান ও যুদ্ধপরায়ণ ছিলেন। র্তাহারা চতুর্দিকস্থ রাজাদের সহিত নিয়ত সংগ্রাম করিয়া অনেক দেশ পুনরুস্কার করিয়াছিলেন, কিন্তু দিল্লীরাজ্য পুর্ব্বে যে প্রকার ছিল, তাহার কিছুই করিতে পারেন নাই ।