পাতা:ইতিহাস-সার.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। సెN দিগের সহিত ব্রাহ্মণরাজ্যের মুসলমান রাজাদিগের সতত যুদ্ধ দ্বন্দ্ব হইত। অতঃপর অহম্মদ সাহ নামে ব্রাহ্মণ দেশীয় এক রাজা, ১৪২২ অব্দে, বিজয়নগরেব রাজাকে পরাজয় করিয়া তন্নগরস্থ সমস্ত প্রজাকে বধ করিতে আরম্ভ করিলেন । বিংশতি সহস্ৰ লোক বধ হইলে তিনি এক এক স্থানে তিন তিন দিবস শিবির সন্নিবেশ করিয়া মহা মহোৎসব করিতেন । এই প্রকার সমস্ত প্রজ বিনাশ করিয়া তিনি বিজয়নগর একেবারে উচ্ছিন্ন করিলেন । তৎপরে, ১৪৬৩ অব্দে, মহম্মদ সাহ নামে এক রাজা হন । মহম্মদ-গোয়ান নামে র্তাহার এক বিচক্ষণ মন্ত্রী ছিলেন । তিনি স্বীয়-বুদ্ধিবলে পূর্ব্বে উড়িষ্য ও মসলিপাঠম অবধি পশ্চিমে কনকান পর্য্যন্ত ব্রাহ্মণরাজ্য বিস্তুত করিয়াছিলেন । কিন্তু প্রদেশীয় শাসনকর্ত্তারা তাহার প্রতি দ্বেষ প্রযুক্ত রাজাকে পরামর্শ দিলেন র্তাহ’কে বিনাশ করুন । রাজা তাহাদের কথা শুনিয়া মন্ত্রীর প্রাণ দণ্ড করিলেন । তাহার পর রাজ্য ছিন্ন ভিন্ন হইয় পড়িল । প্রদেশীয় শাসনকর্ত্তার বিদ্রোহাচরণ করিয়া বিজয়পুর অহম্মদ নগর, বেরার, গোলকন্দ ও বেদর নামে পাঁচটী অতিনৰ রাজধানী স্থাপন করিলেন । এই সকল রাজ্য সাহজাহান সম্রাটের রাজত্বকালে পরাজিত হয় ।