পাতা:ইতিহাস-সার.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》冷8 ইতিহাস-সার। যষ্ঠ প্রকরণ –মোগলদিগের রাজত্ব। বাবর তৈমুরলঙ্গের বংশীয়, এবং স্বাধীন তাতারের মধ্যে ৰোখারার রাজা ছিলেন । উজবক জাতি কর্তৃক রাজ্যভ্রষ্ট হইয়। তিনি কাবুলের অধিপতি হইয়াছিলেন । এব্রহেম লোদীর রাজত্বকালে দৌলত খী নামে মুলতানের শাসনকর্ত্ত র্তাহাকে হিন্দুস্থান আক্রমণ জন্য আহবান করেন, তাহাতে তিনি কেবল পঞ্চদশ সহস্ৰ সেনা লইয়। পঞ্জাব পার হইয়া পানিপতে এত্রহেমকে পরাজয় করিয়া, ১৫২৬ অব্দে, দিল্লী অধিকার করেন । র্তাহার মৃত্যুর পর তদীয় পুত্র হোমায়ুন রাজ্যেশ্বর হন, কিন্তু রাজ্যারম্ভের কিছুকাল পরেই কামরান মিজ। নামে র্তাহার সহোদর কাবুল ও কান্দাহার অধিকার করিলেন, তৎপরে বেহারের সুবাদার সের খাঁ রাজবিদ্রোহী হইলেন । হোমায়ূন সের খায়ের সহিত যুদ্ধার্থ আয়োজন করিতে লাগিলেন, কিন্তু আয়োজন ন হইতে হইতে সের র্থ অগ্রসর হইয় তাহাকে দুইবীর পরাজয় করিয়া দিল্লী অধিকার করিলেন । হোমায়ূন নিরাশ্রয় হইয়া নানাদেশ ভ্রমণ করিয়া আজমীরের রাজা মালদেবের শরণাগত হইবেন, এই স্থির করিয়া আজমীরে গমন করিলেন, কিন্তু যাইতে যাইতে শুনিলেন মালদেব মনে মনে স্থি করিয়াছেন,