পাতা:ইতিহাস-সার.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৬ ইতিহাস-সার ৭ ছিল, ইহার মধ্যে দ্বাদশ রাজধানীর লোক ক্রমে একত্র হইয় এক সভা করেন । ঐ সভা বৎসরের মধ্যে দুইবার হইত, তাহাতে দেশের মঙ্গল বিষয়ক পরামশ হইত। ঐ স ৩াকে এমফিক্তিয়নের সভা বল যাইত । ইহীর মুলাভিপ্রায় সকল রাজ্য পরস্পর মিলিয়। কর্ম্ম কার্য্য করে, পরস্পর বিবাদ না করে । অন্য দেশের রাজা যুদ্ধ করিতে আসিলে সকলে তাঙ্গীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে । গ্রীশদেশে যে সকল আশ্চর্ম্য ঘটনা হইয়া গিয়াছে তন্মধ্যে আর্গনাটিক যুদ্ধযাত্রা অতি চমৎকার । কথিত আছে ক্লষ্ণসাগরের পুর্ব্ব কলচিস দেশে এক স্বর্ণময় অন্তত মেষ ছিল । ঐ মেষ আনয়ন জন্য জেসন নামে একর জ। অনেক জাহাজ মুসজ্জিত করিয়া মহা সমারোহ পুর্ব্বক সাগর পার হইয়া গমন করিয়াছিলেন, উৰ্বাহীর সহিত অনেক লোক যাত্র করিয়াছিল, বোধ হয় ইহা উপন্যাস মাত্র । মেষ অনিয়নের যাত্র অপেক্ষা ত্রয়দেশে যুদ্ধার্থ গমনের রক্তাস্ত আরো বিখ্যাত । কথিত আছে আসিয়া মাইনর অন্তর্গত হেলেস্পন্টের (এইক্ষপে ইহাকে দাদোনেলিস বলিয়াথাকে) মধ্যস্থ ত্রয়দেশের রাজার পুত্র প্যারিস, হেলেন নাম মেনিলেয়াস নামে গ্রীশদেশীয় রাজার স্ত্রীকে হরণ করিয়াছিলেন । ইহাতে