পাতা:ইতিহাস-সার.djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ с о ইতিহাস-সার । সহিত সেই প্রকার যুদ্ধ করিতে লাগিলেন, কিন্তু আওরঙ্গজেব তাহাকে রণবন্দী করিয়া বধ করিলেন । ইহাতেও মহারাষ্টীয়দিগের উদ্যম ভঙ্গ হইল ন}, তাহারা চারিদিকে লুঠ আরম্ভ করল । অওরঙ্গজেবের মৃত্যুর পর সাহমালম রাজা হন । তৎকালে বা তাহার পূর্ব্বে কতকগুলিন ইংলণ্ডীয় মহাজন সৌরাষ্টে, আসিয়া বাণিজ্য আরম্ভ করিয়াছিলেন । ফরোথসাহ রাজা হইলে ঐ মহাজনের দিল্লীতে যাইয়। র্তাহার স্থানে এক বাদসাহী সনদ লইলেন, তদ্বারা তাহাদিগের রাজপুতপত্তি হইল, এবং বাণিজ্যকর্ম্ম বাহুল্যরূপে চলিতে লাগিল । ফরোথসাহের মৃত্যুর পর মোগলরাজ বিশ্বস্থল হইয়া উঠিল, এবং দিল্লীর রাজার ক্রমশঃ বলহীন হইতে লাগিলেন । তাহ দেখিয়া অযোধ্যা ও বাঙ্গ{ল। ও দক্ষিপ দেশের শাসনকর্ত্তার রাজপ্রতিকূলাচারী হইয়া স্ব স্ব দেশে স্বাধীন হইয়া বমিলেন । ঐ সময়ে মহারাষ্টীয়ের গুজরাট ও মালবরাজ্য জয় করিল, এবং দিল্লীশ্বরকে নিতান্ত দুর্ব্বল দেখিয় তাহার স্থানে চেীথ গ্রহণ করিতে লাগিল । এই দুঃসময়ে নাদের সাহ নামে পরিস দেশের রাজ ভারতবর্ষ আক্রমণ করিলেন । তিনি মোগল সেন গণকে ছিন্ন ভিন্ন করিয়া দিল্লী নগর উচ্ছিন্ন বরি