পাতা:ইতিহাস-সার.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० २ ইতিহাস-সার । ধ্যাতে সুজাউদৌলা কর্ত্ত হইলেন । জীঠ রোহিল। শিখ ও অন্য জাতীয়ের দিল্লীর রাজাদিগের দুরবস্ত । প্রযুক্ত যাহাকে দুর্ব্বল দেখিল তাহার রাজ্য লুণ্ঠন করিতে লাগিল । এই প্রকার অরাজক তারযু হইয় সকল স্থানে রক্তের স্রোত চলিল । এই সময়ে ইংরাজের সুসময় বুঝিয়। দৃঢ় হইয়। বসিল । তাহার বিবরণ পশ্চাৎ লেখা যাইতেছে । নবম প্রকরণ—ইউরোপীয় লোকের আগমন। পূর্ব্বকালে ইউরোপীয় লোকের প্রয় মিশর দেশ দিয়া এই দেশে আসিয়; বাণিজ্যাদি করিত । তৎকালে আলেকজান্দ্রিয় তাহাদিগের প্রধান কর্ম্মস্থল ছিল । ইটালীর অন্তর্গত বিনিস দেশীয় লোকের জাহাজরোহণ করিয়া ঐ স্থানে ত্যাসিয়া রেশম মসল ও ভারতবর্ষ উৎপাদিত আর ২ দ্রব্য জাহাজ বোঝ{ষ্ট করিয়া লইয়া যাইত । ঐ সকল দ্রব্য বিক্রয় করিয়। তাহাদিগের যথেষ্ট লভ্য হইত । পঞ্চদশ শতাব্দীতে পর্তুগিশ জাতীয়েরা নাবিক কর্ম্মে বিশেষ নিপুণ হইলে, তাহাদিগের রাজা জাহাজ মুসজ্জিত করিয়া তাহাদিগকে আফুিক-তীরবর্ত্তি সমুদ্রে পাঠাইলেন, অভিপ্রায় তথায় আর কেন২ দেশ আছে