পাতা:ইতিহাস-সার.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। २ ८ 8 ক্যর্চাদ নামে নবাবের সেনাপতিকে পরাজয় করিয়৷ কলিকাত পুনরধিকার করিলেন । তৎপরে হুগলীতে ষাইয়। ঐ স্থান লুঠ করিলেন। হুগলী তৎকালে বঙ্গদেশের প্রধান বাণিজ্য স্থান ছিল । সেরাজুদ্দৗলা এই সকল সম্বাদ গ্রাপ্তিমাত্র ক্রোপে জর্জরিত হইয় অবিলম্বে কলিকাতায় পুনর্যাত্রা করিলেন, এবং কলিকাত সান্নিধ্যে উপস্থিত হইয়া শিবির সন্নিবেশ করিয়া থাকিলেন, মনে মনে করিলেন কলিকাতা পুনরধিকার করিব, কিন্তু সেই রাত্রে ক্লাইৰ র্তাহার শিবির আক্রমণ পুর্ব্বক উtহার অনেক সৈন্য সংহার করিলেন । তাঁহাতে নবাব সন্ধিপত্রে স্বাক্ষৰু করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন । সন্ধিপত্রে অনুমতি থাকিল ইংরাজের একট। দুর্গ নির্ম্মাণ এবং টাঁকশাল বানাইয়া মুদ্র প্রস্তুত করিবেন। এই অনুমতি অনুসারে, ইংরাজ-মহাজনেরা ১৭৫৭ অব্দে, কলিকাতার ফোর্ট উইলিয়ম নামক কিল। নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন, এবং টাকশাল করিয়া মুদ্র প্রস্তুত করিতে লাগিলেন । কিন্তু সেরাজুদ্দৌলা আপন অঙ্গীকার পালন করিলেন না । ২রাজের উাহাকে রণে পরাস্ত করিয়া উiহার গঞ্চ খর্ব্ব করিলেন, এই মনে ভাৰিয়া তিনি লণ্ডত চিপ্ত করিতে লাগিলেন তাছাদিগকে কিরূপে প্রতিফল