পাতা:ইতিহাস-সার.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ২ ১৩ কর্ত্তারা যে সকল মোকদমা করিতেন এই দুই বিচারলয়ে তাহার পুনর্বিচার হইতে লাগিল । এই সকল বিচারালয় স্থাপনের পর পুনর্ব্বার কোম্পনির কর্ম্মকার্য্যের গোলযোগ উপস্থিত হইল, তাহাতে ইংলণ্ডীয় রাজসত্যের মধ্যবর্ত্তী হইয়। আজ্ঞা দিলেন কলিকাতা নগরে সুপ্রিমকোট নামে এক বিচারালয় রাজার পক্ষ স্থাপিত হুইবে এবং বঙ্গদেশের গব|ণর বাঙ্গল, মান্দ্রাজ, ও বোম্বাই তিন রাজধানীর গবর্ণরের উপর কর্তৃত্ব করিবেন, এবং ভারতবর্ষের গবর্ণর জেনারল বলিয়া উহার উপাধি হইবে । ১৭৮০ অব্দে, হাইদর আলীর সহিত পুনর্ব্বার যুদ্ধারম্ভ হইল । হাইদর এক লক্ষ সেনা লইয়া কর্ণটিক প্রদেশ আক্রমণ করিয়া মন্দ্রিাজের প্রাচীর পর্য্যস্ত যত দেশ ছিল সমুদায় উৎখাত করিলেন । এবং কর্ণেল বেলির কর্তৃত্বাধীন সৈন্যগণকে একেবারে নিপীত করিলেন । এই সকল উৎপাত নিবারণ জন্য সর আইয়র কুট ইংলগু হইতে সৈন্যাখ্যক্ষ পদে নিযুক্ত হইয়া আসিলেন । তিনি চারিবার হাইদয়কে পরাপ্ত করিলেন, কিন্তু ঐ সময়ে ইউরোপে ইংরাজদিগের সহিত ফরাসীদিগের যুদ্ধ চলিতে ছিল, অতএব ফরাশীর হাইদরের সহায় জন্য কতকগুলিন জাহাজ ও গন্য প্রেরণ করিলেন, তাহাতে হাইদর জাদী পরা