পাতা:ইতিহাস-সার.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミソ8 ইতিহাস-সার । জিত হইয়াও ইংরাজদিগের সহিত যুদ্ধ চালাইতে লাগিলেন । ১৭৮২ অব্দে, হাইদর আলী পরলোক গমন করিলে পর টিপু সুলতান নামে তদীয় পুত্র তৎপদাভিষিক্ত হইলেন । টিপু অতি চতুর ও সাহসী ছিলেন, কিন্তু পিতার ন্যায় রণদক্ষ ছিলেন না, তাহাতে ফরাসীদিগের প্রেরিত জাহাজ ও সৈন্যদ্বারা উtহার বিশেষ উপকার দর্শিল না, ইংরাজেরা তাহ ছিন্ন ভিন্ন করিয়া দিলেন অবশেষে উাহাকে সন্ধি করিতে হইল । হাইদর আলী ও টিপুমুলতানের সহিত সংগ্রামে ংরাজদিগের অনেক ব্যয় হইল, তাহ মান্দ্রজ রাজধানী হইতে কুলাইয়া উঠিল মা । সুতরাং বঙ্গদেশের গবর্ণর হেষ্টিংশের প্রতি আজ্ঞা হইল তিনি নাজাই টাকা পাঠাইয় দেন। হেষ্টিংশ রাজস্ব হইতে টাকা দিতে না পারিয়া সহকারী রাজাদিগের স্থানে অর্থ যাচঞা করিলেন। বারাণসের রাজা চৈত সিংহকে বলিলেন, বার্ষিক চল্লিশ লক্ষ মুদ্রা ভিন্ন তুমি আর চারি লক্ষ মুদ্র দাও, এবং সৈন্যের কতক খরচ সরবরাহ কর । চৈত সিংহ তাহ দিলেন না । ১৭৮১ খৃষ্টাব্দে হেস্টিংশ অযোধ্যার নবাবের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন, গমনকালে তিনি চৈতসিংহের সহিত সাক্ষাৎ করিয়া বলিলেন তোমার