পাতা:ইতিহাস-সার.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> デ Tইতিহাস-সারণ অতি বড়, ক্রীটদ্বীপকে এই ক্ষণে কান্দিয়া বলা য{য় । আসিয়৷ মাইনরের পশ্চিম অটেও গ্রীকদের বাসস্থান ছিল, যথা ইফিসস, স্মর্ণ, হালিকার্নেশশ ইত্যাদি। ইহা ভিন্ন তাহাবা সিসিলীতে এবং আফিকার উত্তর সাইরিয়া ও ফানস ও স্পেনের দক্ষিণে যাইয় বসবাস করিয়াছিল । গ্রীশদেশের মধ্যে স্পাট নামে এক প্রধান রাজধানী ছিল । ই হার আর এক নাম ল্যামিদি মন । প্লেলেঞ্জ নামে এক ব্যক্তি, খৃষ্টাব্দের ১৫১৬ বৎসর পূর্ব্বে, এই রাজ্য স্থাপন করেন । লাই কর্মস নামে এক ব্যক্তি এই স্থানের ব্যবস্থা লিথিয়া যান । তিনি খৃষ্ট;ব্দের ১ • • বৎসর পূর্ব্বে জন্ম গ্রহণ করিয়াছিলেন । তিমি অতি জ্ঞানবীন ও নিষ্ঠাবান অথচ অভ্যন্ত কঠিন ও পক্ষপাত রহিত ছিলেন । কিন্তু তিনি যে সকল ব্যবস্থা করেন তাহ অসভ্য লোকের পক্ষেই তাল, সভা লোকের পক্ষে ভাল নহে । আথেন্‌স নগরে আর দুই ব্যবস্থাকর্ভ জন্ম গ্রহণ করিয়াছিলেন, প্রথম দ্রাকো, দ্বিতীয় সেলিন । দ্রাকোর ব্যবস্থ অতি কঠিন ছিল, তিনি সকল পাপের প্রাণWぐ。 বিধান করিয়াছিলেন, ইহাতে লোকের সামান্যতঃ বলিত র্তাহার ব্যবস্থা কালী দিয়া লেখা হয় নাই, শে!পিত দিয়া লেখা হইয়াছে । এজন্য র্তাহার ব্যবস্থ।