পাতা:ইতিহাস-সার.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ママ c ইতিহাস-সার। বর্ম্মার যুদ্ধের সময়ে দুৰ্জ্জন সাল নামে ভরতপুরের এক প্রধান, ঐ দেশ ৰলপূর্ব্বক অধিকার করিয়াছিলেন । ভাহাতে ইংরাজেয়া ঐ স্থানে সৈন্য সংগ্রহ করিয়; তাহার সহিত যুদ্ধ আরম্ভ করিলেন । অনেক যুদ্ধের পর ইংরাজের। ভরতপুরের দুর্গ জয় করিলেন, এবং দুজ্জন সাল বন্দী হইলেন । ১৮২৮ সালে, লাড বেটিস্ক গবর্ণর জেন রল পদে নিযুক্ত হন । তিনি কলিকতায় পৌছিয়; কেম্পনির ব্যয় লাঘব করুিভে মারম্ভ করলেন, উহার যত্নে কোম্পানির শূন্য ধনাগারে ধন সঞ্চিত হইল । ১৮২৯ অথেন, তিনি সতী-ধর্ম্ম রহিত করেন । ১৮৩০ অব্দে কোম্পানি নুতন সনন্দ পান । পুর্ব্ব সনন্দে উiহীদের বাণিজ্য করিবার অনুমতি ছিল, স্থ স্তন সনন্দে সেই বাণিজ্য একেবারে রহিত হইল । এবং উত্তরপশ্চিম দেশে এক স্বতন রাজধানী হইল, ঐ সকল প্রদেশ পুর্ব্বে বঙ্গদেশের অধীন ছিল । ইহার পূর্ব্বে এতদেশীয় লোকের ইংরাজী বিদ্যা শিক্ষা করিতে আরম্ভ করিয়াছিল ৷ লাড বেন্টিঙ্ক সরকারী ব্যয়ে প্রধান ২ জিলাভে ইংরাজী পাঠশালা ও চতুষ্পাঠী স্থাপন করিয়া তাহাদিগকে ৰাহুল্যরূপে ইংরাজী বিদ্যা শিখাইতে লাগিলেন, এবং কলিকাতা নগরে চিকিৎসার বিদ্যালয় স্থাপন করিলেন । র্তাহার