পাতা:ইতিহাস-সার.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२२ ইতিহাস-সার । ঞ্জিত হইল। কিছুদিন পরে গোয়ালিয়া বৃটিশ রাজ্যভূক্ত হইল। মহারাষ্টীয়দিগের এই শেষ স্বাধীন রাজ্য ছিল, ইহাও অবশেষে গেল । লন্ড এলেনবরার পর, ১৮৪৫ অব্দে, লীড হাডিং গবর্ণর জেনরল পদ প্রাপ্ত হন । র্তাহার শাসনকালে শিখদিগের সহিত যুদ্ধারম্ভ হইল । কিছুকাল যুদ্ধের পরে সন্ধিবন্ধন হইয়া গোলাপ সিংহকে কাশীরাজ্য অপণ করিয়া ব্রটিশ গবর্ণমেন্ট নাবালক দলীপ সিংহের কর্ম্মকর্ত্ত হইলেন । ১৮৪৮ সালে পুনর্ব্বার যুদ্ধারম্ভ হইল । শিখেরা কয়েকটা যুদ্ধে অত্যন্ত বীরত্ব প্রকাশ করিল, তাহাতে ইংরাজসেনাগণ অন্ধকার দেখিল । কিন্তু ইংরাজের কৌশলে তাহাদিগকে পরাজয় করিয়া পঞ্চাৰদেশ বৃটিশরাজ্যভূক্ত করিলেন । সুখন এই ঘটনা হয়, তখন লাড ডলহৌসী গবর্ণর জেনারল । র্তাহার শাসনকালে, ১৮৫২ সালে, বর্ম্মার রাজার সঙ্গে পুনর্ব্বার যুদ্ধ হইয়। পিগুদেশ ইংরাজের রাজ্যভূক্ত হয় । তদনন্তর নাগপুর ও অযোধ্যা বৃটিশ অধিকারভূক্ত হয় ৷ লাড ডলহোসীর সময়ে লৌহবক্স ও তারদ্বার সমাচার গমনাগমন আরম্ভ হয় । এই দুই কর্ম্ম অত্যন্ত হিতজনক । ১৮৫৬ অব্দে, লাড কেনিং গবর্ণর জেলরল পদে নযুক্ত হন । র্তাহার আগমনের পরেই সিপাহীদিগের