পাতা:ইতিহাস-সার.djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マ R8 ইতিহাস-সার । বিদ্রোহ শান্তি হইয়া এই ক্ষণে সকল স্থান নিরাপদ হইয়াছে । চতুর্থ ভাগ । আমেরিকার ইতিহাস । প্রথম প্রকরণ–আমেরিকা। আমেরিকা মহাদ্বীপ উত্তর দক্ষিণে ৫ • • • ক্রোশ, কিন্তু প্রস্থে অধিক নহে । দেরায়েন মুড়ির নিকটে, অর্থাৎ যেখানে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেৱিকা সংযুক্ত হইয়াছে, সেখানে ইহা দশ ক্রেশ মাত্র পবিসর । দেরায়েনের মুড়ির উত্তর ভাগকে উত্তর আমেরিক বলা যায় । ইহার উত্তরাংশ অতি প্রশস্ত, কিন্তু দক্ষিণ ক্রমে সরু হইয়া আসিয়াছে । এই ভাগে অনেক বড় বড় হ্রদ আছে, যথা—মুপীরিয়র, হিউরণ, মিকিগ্যান, ইরাই, অণ্ঠেরিও । এবং এই খণ্ডে যে সকল নদী আছে ততুল্য বড় নদী পৃথিবীতে আর নাই, বিশেষ মিসিসিপাই নদী অতি ৰুছৎ । উত্তরআমেরিকার উত্তরাংশে, যেখানে লেব্রেডর