পাতা:ইতিহাস-সার.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ు ইতিহাস-সার । দুই রাজ্য ছিল, এক র:জার নাম মেকসিকে, দ্বিতীয় রাজ্যের নাম পির । এই দুই দেশের রাজাদিগের বিলক্ষণ পর্যক্রম ছিল । মেকসিকে দেশ উত্তর আমেরিকার অন্তর্গত মেক সিকে নামক ও পাসিফিক সাগরের মধ্যে । এষ্ট দেশের ভূমি অতি উচ্চ, সুতরাং ইহার জল বায়ু অতি উত্তম । ইচ'র মৃত্তিক অতি উর্ব্বর, বুঝি পৃথিবীতে এমন উর্ব্বত্ব ভূমি আর নাই---বিশেষ এই দেশে অনেক রূপার খনি অীড়ে, তাহাতে মুদ্র ও অন্যান্য দ্রব্য প্রস্তুত্ত হইয়া অনেকানেক দেশে প্রেরিত হয় ; পিরুদেশী দক্ষিণআমেরিকাতে । মেকসিকের ভূমি যেমন উচ্চ এদেশের ভূমিও তদ্রুপ । এবং এই দেশে স্বর্ণের খনি আছে । ইহার রাজধানীর নাম লাইম । আমেরিক প্রকাশ হওনকালে এই দুই দেশের লোক্ষের কতক কতক সত্য হইয়াছিল, অর্থাৎ তাহার চাস বস করিতে শিখিয়াছিল, এবং পথ ঘ{ট দেবলয়াদি নির্ম্মাণ করিত । কিন্তু লেখা পড়া জানিত লা, এৰং শিপবিদ্যা ব বিজ্ঞানশাস্ত্র শিখে নাই, বিশেষ অস্ত্র নির্ম্মাণ করিতে পারিত না, এবং বারুদের ব্যাপার জানিত না, ইহাতেই ইউরোপীয়ের তাহাদিগৰে জয় করিল ।