পাতা:ইতিহাস-সার.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マNう。 ইতিহাস-সার। করেন, কিন্তু আমেরিগো ৰেম্পৰ্মী নামে ক্লারেন্স দেশীয় এক ব্যক্তি অগ্রে তথায় যাইয় আপনার নামে ঐ মহাদ্বীপের নাম রাখে । তাহাতেই তাহার নাম তামেরিকা হইয়াছে । তৃতীয় প্রকরণ–ওয়েষ্ট ইণ্ডিজ। দক্ষিণআমেরিকাতে, উত্তরে ফোরিডার তট অবধি অরণ্যক নদী পর্য্যন্ত যে সকল ক্ষুদ্র২ দ্বীপ একত্রে আছে তাহাকে ওয়েষ্ট ( পশ্চিম ) ইণ্ডিজ বলা যায় । এই সকল দ্বীপের মধ্যে বাহমা দ্বীপ অতি উত্তরে, এবং ত্রিনিদাদ দ্বীপ দক্ষিণে । এই সকল দ্বীপ প্রকাশ হইলে পর তন্মধ্যে যে ষে দ্বীপ বৃহৎ ও উত্তম বোধ হইল তাহ স্পেনরাজ্যভূক্ত হইল । এই সকল দ্বীপের লোকের অতি কোমলস্বভাৰ ছিল, অতএব তাহারা অনায়াসে বশীভূত হইল । কিন্তু স্পেনদেশীয় লোকের। তাহাদিগকে মনুষ্য জ্ঞান না করিয়া অবশ্য এই মনে করিয়া থাকিৰে ইহীরং বন্য জন্তু, ইহুদিগকে নিপাত করা উচিত। এই ৰোধে তাহার এক একবার সহস্ৰ সহস্ৰ লোক গুলি করিয়া মারিত, কখন কখন তাহাদিগের পশ্চাৎ শিকারী ভালকুর্ত্ত ছাড়িয়া দিত। এই প্রকারে অনেক মনুষ্য মারা গিয়া অত্যম্প লোক থাকিল । স্পানিয়াডেরী