পাতা:ইতিহাস-সার.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२८ ইতিহাস-সাৰ। মাসিদন ও থেসেলি দিয়া গমন করিতে লাগিলেন । কাহার সাধ্য হইল না, উহার পথ অবরোধ করে। ফলতঃ তিনি যে যে স্থান দিয়! গমন করিতে লাগিলেন সেই সেই স্থানের লোকেরা তাহকে বারি ও মুক্তিক প্রদান পুর্ব্বক অধীনতা জ্ঞাপন করল । অতঃপর যখন তিনি থেসেলিতে উপনীত হইয়: সমুদ্র ও পর্ব্বতের মধ্যবর্ত্তী থর মাপিলীর মুড়ি পথে প্রবেশ কfরবেন, তখন দেখলেন সেই পথ অবরুদ্য রহিয়াছে। স্পাটাধিপতি লিওনীদাস ছয় সহস্র সেম! লইয়া তৎপথে দ গুtয়ম:ন আছেন ৷ জজিস তাহ1 DBB BBBB BBBS BB TEDK BBBB BBS কৱিলেন, তাহতে ঘোরতর যুদ্ধ হইল । এই যুদ্ধে জঞ্জিসের ৭০,০ - ০ সেন যমপুরী গমন করিল । ইহাতেও ক্ষান্ত না হইয়; তিনি আরো বেগে চলিলেন । লিওনীদাস দেখিলেন অrর পথ রক্ষা কঠিন, অতএব সকলে নষ্ট না হয় এজন্য কেবল তিনি তিন শত সেন; সঙ্গে রাখিয়া আর সকল লে নাকে নগরে পঠাইয়। fদলেন । অনন্তর তিনি ঐ তিন শত লোক লইয়! যুদ্ধ করিতে লাগিলেন । পরিস সে না স্রোতের ন্যায় র্তাহার উপরে আসিয়া পড়িল । তাহাতে তিনি পথ রক্ষা করিতে না পারিয়া তাবৎ সেনা শুদ্ধ মারা পণ্ডিলেন, ভয় প্লাইয়া পলায়ন করিলেন না । কেবল