পাতা:ইতিহাস-সার.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्व অত্যন্ত অপযশগ্রস্ত হইয়াছিলেন । ঐ ব্যক্তি হইতে একবার তাহার প্রাণ রক্ষা হইয়াড়িল । ভারতবর্ষ হইতে প্রত্যাগমনের পর সিকন্দর বেবিলন নগরে এক দিবস তোজের সময় মদ্যপান করিতে ছিলেন, ঐ সময়ে তিনি অকস্মাৎ পীড়িত হইলেন । সেই পড়াতে, ৩৩ বৎসর বয়ঃক্রমে, খৃষ্টাব্দের ৩২৩ বৎসর পূর্ব্বে, তিনি পরলোক গমন করিলেন । সৰুন্দরের পুত্রাদি ছিল না, অতএব উহার মৃত্যুর পর তাহীর সেনাপতিরা ডাহার সমুদায় রাজ্য বিভাগ কপ্রিয় লইলেন । সেনাপতিগণের মধ্যে পদিকস, তলমী, সিলুকশ, আন্তিগোনস, লাইসিমেৰুশ ও আন্তি:পতর প্রধান ছিলেন । তন্মধ্যে শেষোক্ত ব্যক্তি ম;সি দন ও গ্রীশৱাজ্য প্রাপ্ত হইলেন । সিকদরের মৃত্যুর পর গ্রীকের স্বাধীনতা পুনঃ প্রাপ্তির চেষ্টা করিল, কিন্তু তাহাতে কতকার্য্য হইল मा অন্তিপেতর তাহাদিগকে স্ববশে রাখিলেম । জান্তিপেতরের মৃত্যুর পর তাহার পুত্র কালান্দর তৎপদাভিষিক্ত হইলেন । তদবধি গ্রীকদিগের চরিত্র তাদৃক উত্তম রছিল না, তাহার নানাপ্রকার দুস্ক্রিয়াতে প্রবৃত্ত হইল, এবং গ্রীশদেশে নানাপ্রকার উপডুৰ হইতে লাগিল, সুতরাং লোকদিগের নানাপ্রকার शूद्ग वहाँ श्रुंठ ।