পাতা:ইতিহাস-সার.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার Nう > কিন্তু তলমী-বংশীয়ের ক্রমে দুষ্কর্ম্মান্বিত হইতে লাগিলেন, তাহাদিকুর বল বীর্য্য তাদৃক থাকিল না । ক্লিওপেত্র নামে এই দেশের এক রাণী পরমসুন্দরী ও নান। গুণসম্পন্ন ছিলেন । র্তাহার রাজত্ব সময়ে রোমানের ঐ দেশ জয় কবিলে, তিনি অপমান অ শঙ্কায় বিষ তক্ষণদ্বার প্রাণত্যাগ করিলেন । তৎপরে (খৃষ্টাব্দের ৩০ বৎসর পূর্ক্সে ) মিশরদেশ রূমরাজ্যের অধীন হইল । এই প্রকারে সি কন্দরের সকল রাজ্য ক্রমে রূ মর্ম্ম ল কইল । ৰূমরাজ্য । সমুদ্র হইতে অtট ক্রাশ ব্যবধানে ইটালিদেশে টাইবর নদীর তটে ক্কম নগর । জনরব আছে খৃষ্ট ব্দের ৭৫৩ বৎসর পুর্ব্বে রমুলস এই নগর নির্ম্মাঙ্গ করেন । তিনি তিন সহস্ৰ দমুর অধিপতি ছিলেন । দমুগণ র্তাহার অধীনে থাকিয় দমুrবৃত্তি করত । মনস্তর তাহার। পালেতাইৰ নামক পর্ব্বতের উপর কতকগুলি কুর্টর নির্ম্মাণ করিয়া, তাহার চতুর্দিকে এক প্রাচীর দেয়,--তাহাই ক্রমে নগর ছয় । বিশাল রূমরাজ্যের এই মুল । রমূলসের নির্ম্মিত বলিয়া ইহার নাম রূম নগর হয় ।