পাতা:ইতিহাস-সার.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। \ტ(* সেনাপতি সকলে দেশ রক্ষার প্রতিজ্ঞ করিয়া ঐ স্থানে একত্র হইয়া থাকিলেন । গালের এক দিবস রাত্রে অত্যন্ত অন্ধকার হইলে ধীরে ধীরে হামা দিয়া নগরে উঠিবার চেষ্টা করিল। দৈবাৎ তাহাদিগকে দেখিয়। কতকগুলা রাজহং স ডাকিয়া উঠিল, তাহাতে প্রহরীর স তক হইলে গালের নগর প্রবেশ করিতে পারিল না । পরে কামিলস নামে বীরাগ্রগণ্য এক রোমান সেনাপতি BBBBB BBBB BBBS BBBBBB BBYSB BBBK করিলেন । গালদিগের এক প্রাণীও রক্ষা পাইল না । রোমান দিগের যত শত্রু ছিল, তন্মধ্যে কার্থেজ্ঞিয়নেয়। প্রধান । ঐ জাতীয়দের সহিত রোমানদেগের যে যুদ্ধ হয় তাহাকে পিউনিক যুদ্ধ বলা যায় । ইহার প্রথম যুদ্ধ খৃ ২৬৪ বৎসর পুর্ব্বে আরম্ভ হইয়া, ২৩ বৎসর পর্য্যস্ত, জলে ও স্থলে, অনেকবার সংগ্রাম হয় । তৎপরে একবার সন্ধি হইয়াছিল, ঐ সময়ে রূমনগরে জেনস দেবের মন্দিরের দ্বার রুদ্ধ হয় । ইহার পুর্ব্বে পাঁচশত বৎসর ঐ মন্দিরের দ্বার একদিনের জমা রুদ্ধ হয় নাই, যেহেতু ঐ পাঁচশত বৎসর রোমানের নিয়ত যুদ্ধে নিয়োজিত ছিল। যুদ্ধ থাকিলে ঐ মন্দিরস্কার বদ্ধ হইত না, মুক্ত থাকিত । খৃ ২১৮ বৎসর পূর্ব্বে রোমানদিগের সহিত কার্থেজিয়লদিগের পুনর্ব্বার যুদ্ধারম্ভ হয় । এই যুদ্ধকে