পাতা:ইতিহাস-সার.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । N○ a ইহার পর, ইটালীবাসী রোমানদিগের যে সকল সহায়কারী রাজা ছিলেন, তাহদের সহিত যুদ্ধারস্তু হয় । এই যুদ্ধে উভয়পক্ষে অস্থান তিন লক্ষ মনুষ্য হত হয় । - তৎপরে মিথুদেতিস নামে আসিয়৷ মাইনরের অন্তর্গত পন্টসের মহা পরাক্রমশালী রাজার সহিত যুদ্ধারম্ভ হয় । এই যুদ্ধ চল্লিশ বৎসর ক্রমাগত চলে । তাহার পর ঐ রাজা পরাভূত হয়েন । এই যুদ্ধে দুই চল ষ্ট্রে মান সেনাপতি ছিলেন, এক জনের নাম মেরিয়া , শু:র এক জনের নাম শীলা । ইহার উভয়ে অভ্যন্ত যশস্বী হইলেন, কিন্তু যখন উভয়ের পরাক্রম বৃদ্ধি হইল, তখন পরস্পর দ্বেষ জন্মিল । ঐ স্বেৰে যুদ্ধ আরম্ভ হইয়া, রোমানের আপন আপনি কাটাকাটি করিয়া অনেকে মরিল । কমরাজ্য-তৃতীয় প্রকরণ । শীল ও মেরিয়সের পর, পম্পী ও সিজর নামে আর ছুইজন যোদ্ধা রূমদেশে বিখ্যাত হইয়াছিলেন । ইহার ক্রমেই অত্যন্ত পরাক্রমশালী হইলেন, তাহাতে উত্ত য়ের বাঞ্ছা হইল আমি একাধিপত্য করিব, সুতরাং পরস্পর যুদ্ধ হইতে লাগিল । অনন্তর কারসেলিয়। 8