পাতা:ইতিহাস-সার.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_স্থাতহাস-সার । 8 of কয়েক দেশ অন্য দেশাপেক্ষ উষ্ণ, মনোহর এবং উর্ব্বর, এই জন্য প্রথমে তথায় অনেক লোক বাস করে । এই সকল লোক সমুদ্রতটে থাকিত, এবং অর্ণবযান নির্ম্মাণ করিয়া অন্য অন্য দেশে বাণিজ্যাদি করিত, তাহাতে তাহার। অত্যন্ত আঢ্য ও পরাক্রমশালী হইয়াছিল । গ্রীশ ও রূমরাজ্যের ইতিহাসই ইহাদিগের ইতিহাস । যখন এই সকল লোক গ্রীশ ইটালী ও স্পেন দেশে বাস করিয়; বাণিজ্যাদি দ্বারা আপনাদের ধনব্লদ্ধি করিতে লাগিল, তখন আর আর জাতীয়ের ইউরোপের উত্তরাংশে অন্যান্য দেশে যাইয়া'বাস করিল। এই সকল দেশের জল বায়ু অতি শীতল, এবং ভূমি তাদৃশ উর্ব্বর নহে, কিন্তু ঐ অঞ্চলে অনেক বন ছিল, তাহা বারসীঙ্গা, হরিণ, কালসার, বনৰুষ, বনশূকর প্রভৃতি নানা প্রকার জন্তুতে পরিপূর্ণ ছিল, তাছাদের মাংসে অনেকের প্রাণ-ধারণ হইত এবং মৃগয়া-প্রিয় লোকেরা সর্ব্বদা মৃগয়া করিয়া বেড়াইত । বিশেষ এই সকল দেশে অধিক লোক ছিল না, তাহ|তে যে ব্যক্তির যত ইচ্ছা তত ভূমি অধিকার করিতে পারিত, এই কারণ গ্রীশ ইটালী ও স্পেনদেশস্থ এবং আসিয়াখণ্ডের অনেক লোক ইউরোপের উত্তরাং যাইয়া বাস করিতে লাগিল । সুতরাং ভূমধ্যস্থ সাগর