পাতা:ইতিহাস-সার.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Ꭽ ইতিহাস-সাধু । নির্ম্মাণ এবং অন্য অন্য অতিপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রস্তুত করিয়া দিনপাত করিত, কিন্তু ইহাদিগকেও মধ্যে মধ্যে অস্ত্রধারণ করিয়া যুদ্ধে গমন করিতে হইত। বাহুযুদ্ধে অন্যকে অনায়াসে পরাজয় করণক্ষম বলবান ও সাহসী পুরুষেরা এক এক দল বা জাতির অধ্যক্ষ হইতেন । ইহাদিগকে দলধ্যক্ষ বা কুলপতি বলা যাইত। কোন দেশ জয় হইলে বিজিত মনুষ্যদিগের নগর গ্রাম ভূমি অশ্ব গান্ধী প্রভৃতি সকল দ্রব্য জয়কর্ত্তার প্রাপ্য বলিয়া গণনীয় হইত। জয়কর্ত্তারা বিজিত লোক সকলকে হয় সংহার ব। নির্ব্বাসন করিতেন, কিম্ব দাসত্বপাশে চিরবন্দী করিয়া রাখিতেন । যুদ্ধ ভিন্ন ইহা দিগের আর কোন ব্যবসায় ছিল না । অপরের ধন ও ভূম্যাদি হরণ করাই এই যুদ্ধের প্রধান উদেশ্য। ইহাকে এক প্রকার দমুৰুক্তি এবং ষে সকল লোক ইহাতে নিযুক্ত হইত তাহাদিগকে দমু বলা অসঙ্গত নহে । কোন দেশ জয় হইলে পর জয়কর্ত্তারা আপনাদিগের মর্যাদানুসারে লুণ্ঠিতদ্রব্য বন্টন করিয়া লইতেন । ধিনি রাজা কিম্বা দলপতি তিনিই সর্ব্বাপেক্ষা অধিকাংশ গ্রহণ করিতেন, আর ২ প্রধানের কিছু ২ পাইতেন, সামান্য সৈন্যগণ সর্ব্বাপেক্ষ অপাংশ পাইত ।