পাতা:ইতিহাস-সার.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

登br ইতিহাস-সার । লোক হত হইল । তৎপরে ইউরোপের উত্তর জম্মুণি, হলগু, ডেনমাক, নারওয়ে, সুইড্রন ও গ্রেটরটনে প্রটেষ্টা ষ্ট ধর্ম্ম প্রচলিত হইল । এই ধর্ম্মসংস্কারের পর ইউরোপে মান স্থানে নানা প্রকার শিল্প-বি দ্য ও বিজ্ঞান শাস্ত্রের আলোচনা হইতে লাগিল । এইক্ষণে প্রায় সকল স্থানে পাঠশালা চতুষ্পাঠী ও বিশ্ববিদ্যালয় স্থাপিত হইয়াছে, এবং ৰৎসর বৎসর কোট কোট পুস্তক মুদ্রিত হইতেছে । ইহাfভন্ন জ্যোতিষবিদ্য অসুলাচিত এবং দিওঁ নিরূপণ BB BBBB BBBS BBB BBBBBB BBBB BBB উন্নতি হইয়াছে, পূর্ব্বে নাবিকের সমুদ্রের অধিক দূরে গমন করিতে সাহসী হইত না, ১৪৯২ সালে ঐ বিদ্য;বলে কলম্বস আমেরিকা মহাদ্বীপ প্রকাশ করেন, এবং ১৪৯৭ সালে বাস্পেডিগামী, উত্তমাশ। অন্তরীপ প্রদক্ষিপ পুর্ব্বক ভারতবর্ষে উপস্থিত হন । উক্ত আমেরিকা মহাদ্বীপে এইক্ষণে দুই কোটি মনুষ্য বাস করিতেছে, তাহারা ইউরোপীয় লোকের বংশ্য । ভক্তির ভারতবর্ষ ইংলণ্ডীয়দিগের অধিকারভুক্ত হইয়াছে । এই প্রকারে ইউরোপীয় লোক দ্বার। ইউরোপীয় শিল্পৰিদ্য ও বিজ্ঞানশাস্ত্র ও ইউরোপীয় লোকের ভাষা ও ধর্ম্ম পৃথিবীর সকল স্থানে প্রচারিত इझे८ट८झ ।