পাতা:ইতিহাস-সার.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 ইতিহাস-সার । যদিও আলফুেড এমন অঙ্গ মনুষ্যৰুে পাদরীপদ প্রদান করিয়াছিলেন, কিন্তু বিদ্যানুশীলন-বিষয়ে উiহার যথেষ্ট অনুরাগ ছিল । যুদ্ধকার্য্যে আবদ্ধ না থাকিলে, তিনি প্রতিদিন অষ্ট ঘন্টা পুস্তক পাঠ করিতেন । তিনি ধর্ম্মগীত ও অন্য কয়েকখান পুস্তক স্যাকসন ভাষাতে অনুবাদ করিয়াছিলেন । আলফেডের शृङ्गाङ्ग প্রায় একশত বৎসর পরে দিনমারের পুনর্ব্বার ইংলণ্ড দেশ আক্রমণ করিয়ছিল । তৎকালে ইংলণ্ডে এমন কোন বীর রাজ। ছিলেন না যে তাহীদের সঙ্গে যুদ্ধ করেন । মুতরাং তাহারা ইংলণ্ড জয় করিল, এবং তাহ দে প্ল তিন জন রাজা একাদিক্রমে ইংলণ্ডে রাজত্ব করিলেন । এই fতন রাজার মধ্যে কেনিউট সর্ব্বোৎকষ্ট, তিনি ইংল গু, ডেনমাক, ও স্কান্দমিৰিয়ার রাজা ছিলেন । অতঃপর ১ ও ৪১ খৃষ্টাব্দে দি নামারের। পরাজিত হইল । তাঁহাতে এডওয়tড কনফেসর নামে আর এক জন স্যাকসন জাতীয় রাজা হইলেন । র্তাহার মৃত্যুর পর হেরলভ নামে ঐ জাতীয় আর এক জন রাজা হন । র্তাহার রাজত্বকালে উইলিয়ম নামে ফরাশদেশের অন্তর্বর্ত্তি নামে গুীর ডিউক, ৬°,• • • সৈন্য সমভিব্যাহারে ইংলগু আক্রমণ করেন । হেরলও উাহার সহিত যুদ্ধার্থে গমন করিয়া হেষ্টিংস নামৰ