পাতা:ইতিহাস-সার.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । Ψ3 λι বলিয়া উাহার লম্বচরণ নাম হইয়াছিল । তিনি ব্যবস্থ। ও যুদ্ধকার্য্যে অতি সুপণ্ডিত ছিলেন, এবং পালেষ্টান ও ইংলণ্ডের যুদ্ধে বিশেষ বীরত্ব প্রকাশ করিয়াছিলেন। য়েলস দেশে এক স্বতন্ত্র স্বাধীন রাজা ছিলেন, এডওয়ান্ড সেই রাজাকে পরাজয় করিয়। ঐ রাজ্য ইংলগু ভূক্ত করেন । তৎপরে তিনি স্কটলণ্ড জুয়েব চেষ্ট করিয়াছিলেন, কিন্তু বিখ্যাত উইলিয়ম ওয়ালেস উাহার প্রতিবাদী হইয় তাহাকে ঐ দেশ জয় করিতে দেন নাই । তিনি অতি সাহস পুর্ব্বক ঐ দেশ রক্ষা করিয়াছিলেন । অবশেষে এডওয়tড় তাহাকে রণবন্দী করিয়া শৃঙ্খল-বন্ধন-পুর্ব্বক ল গুন নগরে অনিয়া র্তাহার শিরশেক্সদন করে ম । এডওয়াডের পুত্র দ্বিতীয় এডওয়াড, ১৩•৭ সালে, রাজ্য প্রাপ্ত হন । তিনি এক লক্ষ সেন। লইয়। স্কটলগুে যুদ্ধার্থ গমন করিয়াছিলেন । কিন্তু রবট ফ্রস কেবল ফ্রিশ সহস্র সেন সহকারে তাহাকে পরাজয় করেন । তাহাতে স্কটলগু দেশ স্বাধীন রহিল । দ্বিতীয় এডওয়াড় বিংশতি বৎসর রাজত্ব করেন । তিনি অতি নির্ব্বোধ ও অভাগ্যধান ছিলেন । র্তাহার স্বীয় বনিত উাহাকে যুদ্ধে পরাজয় করিয়া রণবন্দী করেন, তৎপরে কারাগারে রাখিয়া ভঁাহাকে অতি নির্দ্দয়ত পুর্ব্বক নষ্ট করান ।