পাতা:ইতিহাস-সার.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 ইতিহাস-সার। ইয়র্কের ডিউক ঐ রাজার অতি নিকট জ্ঞাত্তি ছিলেন, জিনি আপনাকে রাজ্যের উত্তরাধিকারী বলিয়া, ১৪৫৫ সালে যুদ্ধারম্ভ করিলেন । তিনি হেনরীকে অনায়াসে পরাস্ত করিতে পারিতেন, কিন্তু হেনরীর স্ত্রী মার্শ্বেরেট ও অনেক বড় বড় লোৰু হেনরীর পক্ষে অস্ত্রধারণ করিলেন । এবং অনেক ৰত্ন বড় লোক ডিউকেরও পৃষ্ঠপুরক থাকিলেন । দুষ্ট পক্ষে ঘোরতর যুদ্ধ হইতে লাগিল পক্ষ ভেদের জন হেনরীপক্ষীয় লোকের লালয়ঙ্গের গোলাপ পুষ্প অঙ্গভূষণ করিলেন। অপর পক্ষীয় লোকের শ্বেত গোলাপ ধারণ করিতে লাগিলেন। তজ্জনা এই যুদ্ধকে গোলাপপুষ্পের যুদ্ধ ৰলিয়। বর্ণন করা গিয়াছে । যষ্ঠ প্রকরণ–গোলাপের যুদ্ধ। এই যুদ্ধ ক্রমাগত ত্রিশ ৰৎসর চলিয়াছিল। ওয়া রিকের বিখ্যাত অৱল, শ্বে স্ত-গোলাপ-ধারীদিগের প্রধান সেনাপতি ছিলেন । উহার কৌশলে তৎপক্ষীরেঞ্জ টোটনে যুদ্ধ জয়ী হইয়া, লাল গোলাপ ধারীদিগের স্থত্রিশ সহস্ৰ সেন। বিনাশ করে। তৎপরে ১৪৬১ অঙ্গে, ইয়র্কের নীল ডিউক, চতুর্থ এডওয়াড়