পাতা:ইতিহাস-সার.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার । ‘ ( নাম গ্রহণ পুর্ব্বক সিংহাসন রোহণ করেন । ষষ্ঠ হেনরী কারাৰাসী হন । কিছুকাল পরে এডওয়াডের সহিত ওয়ারিকের অরলের মনোভঙ্গ হয়, তাহাতে ঐ অরল উাহাকে পরিত্যাগ করিয়৷ ষষ্ঠ হেনরীকে কারাগার হইতে জানিয়া সিংহাসন অর্পণ করিলেন । এডওয়াড় নিরুপায় হইয়। তখন কান্সদেশে পলায়ন করিলেন। তৎপরে ঐ অরল বার্ণেটের যুদ্ধে হত হইলে, তিনি হেনরী ও র্তাহার সন্তনিদিগকে বধ করিয়া পুনর্ব্বার রাজ্য করিতে লাগিলেন । তাহtৱ শক্রমাত্র রছিল না । - এডওয়ান্ড ১৪৮৩ অব্দে হুই পুত্র রাখিয়া পরলোক গমন করিলে, র্তাহার জ্যেষ্ঠ পুত্র পঞ্চম-এডওয়ান্ড সংজ্ঞায় রাজ্যাভিষিক্ত হইলেন । কিন্তু তৎকালে তিনি ও উtহার সহোদয় নিতান্ত শিশু ছিলেন, এজন্য উহাদের পিতুর্য উtহাদের তত্ত্বাবধারক হইলেন । উtহার নাম রিচাণ্ড, তিনি গ্লষ্টরের ডিউক, তিনি রাজালোভে ভ্রাতুষ্প জ্বদিগৰুে লগুনের দুর্গে বন্ধ করিয়া রাখিলেন । পরে এক দিৱস রাত্রে দুই ভ্রাত এক পালঙ্গে নিদ্রা যাইতেছিলেন, সেই সময়ে কয়েৰু জন কুরাঞ্জা, রিচাডের উপদেশানুসারে তথায় যাইয়। তাহাদিগকে ৰালিস চাপ দিয়া বধ করিল । তদনন্তর রিচাণ্ড স্লাজা হইলেন । কিন্তু রাজ্য