পাতা:ইতিহাস-সার.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিশর দেশ সর্ব্বাপেক্ষা প্রাচীন বলিয়া গণ্য হইয়াছে । এই দেশের লোকের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র চাতুর্ব্বর্ণে বিভক্ত ছিল। তদেশীয় রাজার অত্যন্ত পরাক্রম ও ঐশ্বর্য্যশালী ছিলেন । র্তাহার। অনেক উত্তম অট্টালিকাদি নির্ম্মাণ করিয়াছিলেন, তাহা অদ্যাপি বর্তমান আছে, তাহ অতি মনোহর ও আশ্চর্য । যে সকল লোকে তাহা দৃষ্টি করিয়াছেন সকলেই তাহীর প্রশংসা করিয়াছেন । আশরিয়া । ইংরাজী ধর্ম্মপুস্তুকে লেখে যখন নোমার বংশজেরা পৃথিবীর চতুর্দিকে বিস্তুত হইতে লাগিল । তথম তাহাদিগের মধ্যে কতকগুলিন লোক সি মরি ভূমিতে থাকিলেন, ঐ স্থান অতি উষ্ণ ও উর্ব্বর। তাহ পরে মিসোপটেমিয়া নামে খ্যাত হুইয়াছিল । এক্ষণে ঐ স্থানকে ইরাক আরবী বলা যায় । তত্রত লোকের কালক্রমে ব্যাপক স্থানে বিস্তুত হইয় অনেক নগর ও রাজধানী স্থাপন করিল। এই স্থানের নাম আশরিয়া, তথায় নরজাতির প্রথম বসতি হয় । ইহার সীমা সকল সময়ে এক প্রকার ছিল না, ভিন্ন ২ সময়ে ভিন্ন ২ প্রকার হইয়াছিল । ফলতঃ পারস হ্রদের উত্তরে তিগ্নিশ ও ইউ