পাতা:ইতিহাস-সার.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইতিহাস-সার। 分> হইলে তাহার মস্তক ছেদন বা শরীর দাহনের আজ্ঞ। দিতেন । এই দুরাত্মা, রাজা, ১৫৪৭ অব্দে, পরলোক গমন করেন । তৎকালে তাহার ৫৬ বৎসর বয়ঃক্রম হইয়াছিল । তিনি মৃত্যুর কিছু পূর্ব্বে বিনাপরাধে সরির অরলের মস্তক-চ্ছেদন করেন । র্তাহার পুত্র যষ্ঠ এডওয়াড নয় বা দশ বৎসর বয়সে রাজমুকুট ধারণ করিয়াছিলেন। তিনি অতি সৎস্বভাব ও মুলক্ষণযুক্ত ছিলেন, কিন্তু ষোল বৎসর বয়সে কালগ্রাসে পতিত হন । এই সময়ে ধর্ম্ম-সংক্ষার সম্পূর্ণ হইয়া প্রটেষ্টান্ট ধর্ম্ম প্রকাশ্যরূপে চলিত হয়, এবং গির্জাঘরে ধর্ম্মপুস্তক পাঠ হইতে আরম্ভ হয় । এডওয়াডের মৃত্যুর পর মেরী নাম্নী ঊাহার ভগ্নী, ১৫৫৩ অঙ্গে, ৱtঞ্জী হন । র্তাহার পরিবর্ভে জেনগ্রে নামা এক যুবতীকে সিংহাসন দিবীর কল্পনা হইয়াছিল, ইহাতে জেনগ্রের কিছুমাত্র অপরাধ ছিল না, তিনি রাজ্যাতিলাব করেন নাই । ভখাপি মেরী তাছার শিরচ্ছেদন করেন, ইহাক্তে র্তাহার অত্যন্ত অষশ হইয়াছে । মেী স্বয়ং কাগজিক খর্ম্ম মানিতেন, এই মিমিত্ত ब्लाखभन्न ७धाक्ष श्हेग्रा डिनि थप्ने केोक्ने थर्की जमटबङ्ग বিধিমত চেষ্টা করিয়াছিলেন । কোন ব্যক্তি পোপের