পাতা:ইতিহাস-সার.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե- օ ইতিহাস-সার । আজ্ঞা লঙ্ঘন করিলে তাহাকে জিয়ন্ত দগ্ধ করাইতেন । এপ্রকারে অনেক ভদ্র ও সন্ত্রাস্ত লোক মারা গিয়াছিল, কিন্তু প্রজ্বলিত চিতারোহণ করিয়াও তাছাদের অন্তঃকরণে মুখোদয় হইত। মেরী সে মুখ জানিতে পারেন নাই, তিনি জানিতেন সকলেই তাহাৰুে ঘৃণা করে, ইহ জানিয়া মনেহ দুঃখিত থাকিতেন । সেই দুঃখে পাঁচ বৎসর রাজত্বের পর তাহার প্রাণবিয়োগ হয় । অষ্টম প্রকরণ –এলিঞ্জেবেথ । মেরীর মৃত্যুর পর তৎসহোদরা এলিজেৰেথ ১৫৫৮ অঝে ইংলণ্ডের সিংহাসন আরোহণ করেন । তিনি, প্রটেষ্টান্ট ধর্ম্মাবলম্বিনী ছিলেন । তিনি ক্ষমতাৰঙী ছিলেন, এবং অনেক বিষয়ে ভঁাহার রাজত্বকে উত্তম বলা যায়, ৰে হেতু তাহার রাজত্বকালে ইংলণ্ড দেশের যেমন সম্মান বুদ্ধি হয়, পুর্ব্বে সেরূপ হয় নাই । কিন্তু তিনি অনেকের প্রাপদ গু করেন । স্পেনদেশের রাজা ফিলিপ, র্তাহার পাণি গ্রহণের অভিলাষ করিয়ছিলেন। এলিজেৰেথ পাণিদানে সম্মত না হওয়াতে ফিলিপ কুপিত হইয়া উহার সহিত বুদ্ধার্থ বিংশতি সহস্র সৈন্য ও একশত বৃহৎ ও ক্ষুদ্র ২ অনেক জাহাজ প্রেরণ করিলেন l ফিলিপের সৈন্য আগত হইলে, এলিজেবেথ কতকগুলিন রণতরী