পাতা:ইতিহাস-সার.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कुंठिहांनं-जाँञ्च । و سb দশম প্রকরণ—প্রথম চারুলস । চারল্মের রাজ্যশাসমের পুর্ব্বে পালেমেন্ট কখন রাজাজ্ঞার প্রতিকুলাচারী হয় নাই। র্তাহার রাজত্বকালে ঐ সভার লোকদিগের সহিত সর্ব্বদা বিবাদ উপস্থিত হইতে লাগিল, তাহাতে চারলস এক পালেমেন্ট ভাঙ্গিয় অন্য পাৰ্লেমেন্ট বসাইতে আরম্ভ করিলেন, কিন্তু উাহীর অভীষ্ট সিদ্ধ হইল না, র্যাহারা ভূতন সত্য হইলেন ভঁাহার। পূর্ব্ব সভ্যপেক্ষ অধিক অভব্যত প্রকাশ করতে লাগিলেন। সুতরাং রাজা ও মন্ত্রীদিগের रिबान्न উত্তর উত্তর বুদ্ধি হইয়া উঠিল, তাহাতে কংমানে উভয় পক্ষ অস্ত্রধারণ করলেন। ইংলণ্ড ও স্কটলণ্ডের প্রায় তাৎ কুলীন ও ভদ্র এবং ধর্ম্মাধ্যক্ষ ও পাদরীলোক রাজপক্ষ হইলেন । তাহ দেখিয়া রাজধানীর ষাৰতীয় রসিক ও কাণ্ডজ্ঞান রহিত যুবকগণ ঐ পক্ষে মাতিল। ষ্টীফোডের অরল রাজ্য ৰিষয়ে এবং পাদরী লান্ড ধর্ম্মৰিয়য়ে রাজার মন্ত্রী.হইলেন । রাজপক্ষীয় লোকেরা অনর্থক বিবাদকারী রলিয়া খ্যাত হইল। পালেমেন্টের পক্ষ কতকগুলিন সম্ভ্রান্ত ও ধনী লোক মাত্র ছিলেন, তদ্ভিন্ন আর সকলে শিল্প ও বাণিজ্য ব্যবসায়ী এবং