পাতা:ইয়ুরোপে তিন বৎসর.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
ইয়ুরােপে তিন বৎসর।

যদিচ কলঙ্ক তব জীবনে রহিবে।
সরমের জন্ম কথা হৃদয়ে জাগিবে।
যদিচ শৈশবে দুখ সমীরণ ক্রূর।
শুষ্কপ্রায় কোরেছিল জীবন-অঙ্কুর।

তথাপি দুখান্ত, জেনো হবে কিছু দিনে।
কৃপণের স্বপ্নাধিক পাইবে দ্রবিণে।
অন্বেয ধর্ম্মের কোষ সে ধনের তরে।
যাহা সে সমান ভাযে সবারে বিতরে।

সম্প্রতি আর একটি কবিতা লিখিয়াছি, তাহাও আপনাকে পাঠাইতেছি।


পিতার সমাধি স্থান।

তিমির বসন পরি রজনী আসিল।
দলে দলে বিহঙ্গম নীড়ে প্রবেশিল।
মেষ পালে শোভা পায় পর্ব্বত-শিখর।
পড়িছে সন্ধ্যায়, তথা, শিশিয় শীকর।
শব্দমাত্র নাহি আসে শ্রষণ-কুহরে।
নিদ্রাযোগে প্রাণিগণ শ্রম দূর করে।
অনন্তর দেখি এক সমাধির স্থল।
সন্ধ্যার তারক উদি করিল উজ্জ্বল।

নিকটস্থ তরু-তলে হেরি তার পর।
আলিঙ্গিত স্নেহভাবে ভগ্নী-সহোদর।
তরুণ অরুণ অতি সুন্দর যেমতি।
মৃদু ভাবে তারা দুটি সুন্দর তেমতি।
নবমবর্ষীয়া কন্যা হবে কি না হবে।
সম্যক জ্ঞানের দীপ্তি কভু না সম্ভবে