পাতা:ইয়ুরোপে তিন বৎসর.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮২
ইয়ুরোপে তিন বৎসর।

হের হের স্বর্ণপুরী  তাতে ক্রোধানল পূরি,
সর্ব্বথা করিলে ছারখার।
ওই দেখ হ’য়ে স্থির, জিতের নয়নে নীর,
শুন হে আর্ত্তের হাহাকার।
একবার ভাব মনে, তব ভাবী সুতগণে,
স্মরি এই ক্রূর ব্যবহার।
পিতৃ নাম উচ্চারিতে,  লজ্জিত হইবে চিতে,
তুলিতে নারিবে শির আর।

সত্য, জানে সব লোক,  জ্বালিতে রণপাবক
ফ্রান্স আগে হৈল অগ্রসর।
বাসাইল রণতূরী,  রাখিতে সুবর্ণপুরী,
শেষে ভয়ে প্রসারিল কর।
নারি নিবারিতে অরি,  শেষে তনুত্যাগ করি,
তার সুতগণ পড়ে রণে।
ক্রমে দেখ দেখ তার, কিবা সুন্দর আগার,
মাটী হয় নিবাসী বিহনে।
মরিল অযুত লোক,  তাই ফ্রান্স পেয়ে শোক
ছটফটি কাঁদে নিশিদিন।
ঊর্দ্ধ করি দুটী করে, সদা ডাকে উচ্চৈঃস্বরে,
ঈশ্বর হরহে এ দুর্দ্দিন।

প্রুশীয় নির্দ্দয় যদি,  সাধি বাদ এ অবধি,
এখনও বৈরাচার করে।
ফ্রান্সের সব ধন, করিতে চাহে হরণ,
ফরাশীশ না স’বে অন্তরে।
মরিবে দেশের লাগি,  হবে শতদুখভাগী,
শুন ওই শুন ভেরী-রব।