পাতা:ইলিয়ড (প্রথম অধ্যায়).djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( סיכ ) থেসেলিয়া যাৰ তরি করি আরোহণ ]] এটাডিস ট্রয় দেশে এক্লিস বিহনে । দেখা যাবে কত লাভ করিবেক রণে II রাজা কহে ওহে বীর হও দূরীভব। ভয় কিহে নাহি চাহি সহায়তা তব । হেন কর্ষ্যে নাহি চাই সেনানী প্রধান । নৃপ-সত্ত্ব রক্ষা করিবেন ভগবান ॥ দেবাশ্রিত ভূপ মধ্যে কে আছে এমন । গুরুজনে হেয় করে তোমার মতন । ২৩০ সতত ব্যাকুল চিত্ত করিতে বিবাদ । নিষ্ঠুর মূঢ়ের ন্যায় সংগ্রামে আহাদ। যদ্যপি রাখহ বল তাহ দের দত্ত । হয়ে নর বৃথা তার অভিমানে মত্ত !! সত্বরে লইয়া যাও তব তরিগণ । স্বেচ্ছামতে নিজ রাজ্য করগে শাসন ॥ অমাত্য ক্ষণিক তুমি বৈরি অকারণ। সমভাবি তোমাকে নাহিক প্রয়ো জন । - যাও হে শাসাও মুঢ় মর্ম্মিডন গণ ।