পাতা:ইলিয়ড (প্রথম অধ্যায়).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( లల } শোভা করিতেছ ক্লষণ নির্ম্মল কিরণে। যাজকের বাক্য তুমি শ্রবণ করিয়া । মহামারী কৈলা ক্রোধে বাণ নিক্ষেপিয় { এই ভিক্ষা পুনরায় দেওগে আমায়। তুষ্ট হয়ে ক্ষান্ত হও সবে ত্রাণ পায়। ক্রিসেস্ করিলা স্তব আপলে শুনিল । শত পশু ঘাতে গ্রীক তৎপর হৈল ॥ শৃঙ্গদ্বয় মধ্যে লবণাক্ত যব দিয়া । বলিদান দিল উৰ্দ্ধে মন্তক শল্পথিয় { ○ ?? অতঃপর বলি সব করিয়া নিস্তুক । দেবতা উদ্দেশে জঙ্ঘ রাখিলা পৃথক । প্রত্যংশের শ্রেষ্ঠ চব্য রাখে তদুপরি I নাড়ীকোযদ্বয়মধ্যে অতি যত্ন করি । বেদির সম্মুখে পুরোহিত দাণ্ডাইল। বিশুদ্ধ হস্তেতে বলি বিদগ্ধ করিলা । সুধা প্রদানেতে শিখ হইল প্রবল । বাদ্য কৈল যুবাগণ ব্যাপিয়া অনল । দগ্ধা নাড়ী জঙ্ঘ ভূত্যে বিভিন্ন রাখিল। অবশিষ্ট মাংস বিন্ধি ভর্জিত করিল। ৬১