পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ । >>> কয়লার ধূম নির্গত হইয় থাকে, সেই ধুম দস্তাবৃত বার্তাবহ তারের অনিষ্ট জন্মায়, কারণ পাথরিয়া কয়লার ধূম তারে লাগিয় তাহাতে যে দস্তার জল থাকে তাছা ক্রমে ক্ষয় হইয়া লোহ তারে:মরিচ পড়ে । ৯৪ । কিন্তু যিনি যত প্রকার সাবধান হউন বরিষাকালে ঐ তারহইতে, বিছ্যতীয় প্রবাহ নিতান্ত পৃথিৱীতে এবং আকাশে প্রবিষ্ট হইয়। থাকে, কেননা বৃষ্টির জলে ঐ তার এবং খুঁটির উপর ছেতলা পড়িয় থাকে, সেইছেতলার বিদ্যুৎ গতির, সাধক শক্তি থাকাপ্রযুক্ত বিদ্যুতের পরাক্রমের লাঘব হয় একারণ বরিষাকালে বিছুfতেৎপাদক যন্ত্রে অধিক রিদ্যুৎ উৎপন্ন করিতে হয় । ৯৫ । সৰ্ব্বাপেক্ষ। আকাশীয় বিদ্যুতের দ্বারা বার্তাবহ শলাকার বিপুল অনিষ্ট জন্মাইয় থাকে—কোন সময়ে বহু দূরহইতে শলাক সহকারে স্টেসনের মধ্য পর্য্যন্ত আকাশীয় বিস্থ্যৎ স্ফুলিঙ্গের গতি হইয়া থাকে—কোন২ বাৰ্ত্ত বহ শলাক সহকারে স্টেসনের মধ্যে প্রবেশ 43 R.