পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইলেকট্রিক টেলিগ্রাফ। ృ్స \9 લૈ বিদ্যুৎ ফুলিঙ্গ নিবারক লম্বায়মান শলাকার দ্বারা ভূমিতে প্রবেশ করে (৬ পরিচ্ছেদ দৃষ্টিকরহ) বিশেষতঃ ইংলণ্ডাদি প্রদেশে আকাশীয় বিদ্যুতের দ্বারা বার্তাবহ শলাকুর তত অনিষ্ট হইতে পারে না যত অস্মদেশে হইয় থাকে। অন্মদেশে কখন২ বিদ্যুৎ ও বাত্যার দ্বার তারের উপর যে রাঙ্গ আবৃত থাকে তাহ প্রোঞ্ছিত । হয়—কখন২ বা খুঁটি পতিত হয়; একারণ ডাক্তর ওসেনসি সাহেব প্রত্যেক খুঁটির উপর ক্ষুদ্র২ শলাকণ বিদ্ধ করিয়া দিয়াছেন। সেই শলাকার .দ্বারা তারের কোন অনিষ্ট হয় না । তৃতীয় অধ্যায়। যেৰূপ প্রকার যন্ত্রে বিদ্যুৎ উৎপন্ন হইয় থাকে তাহার বিবরণ । খ্রিঃ [আপেনডিক্সের ষষ্ঠাকৃতি দৃষ্টি বরহ ।] বলত। সাহেবের দ্রব্য গুণসংযোগাত্মক যন্ত্রের দ্বারা যেৰূপে বিছ্যছৎপন্ন হইয়া থাকে JR O